ছালেক সোলার পাওয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মো: ছালেক উদ্দিন একজন সফল তরুণ উদ্যোক্তা। ছোট বেলা থেকে বেড়ে উঠেন গ্রামীণ কৃষকদের দুঃখ-দুর্দশা দেখে। তাইতো গ্রামীণ অবকাঠামো পরিবর্তনের প্রবল আকাংখা নিয়ে তরুণ বয়সেই চাকুরীর পিছনে না ছুটে গড়ে তোলেন ছালেক সোলার পাওয়ার লিঃ নামে প্রতিষ্ঠান। শুরু থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে গ্রামীণ কৃষকদের দিয়ে যাচ্ছেন সৌরবিদুৎ সেবা। লাভজনক না হলেও শুধু মাত্র কৃষকদের কথা বিবেচনা করে জন্য স্থাপন করেছেন ২০০ টিরও বেশি সোলার সেচ পাম্প যা দিয়ে উপকৃত হচ্ছে প্রায় ৫০০০০ এর বেশি পরিবার। এছাড়াও ছালেক সোলার পাওয়ার লিমিটেড বাণিজ্যিক সোলার রুপ-টপ প্রকল্প, সোলার হাইব্রিড প্রকল্প ও অন্যান্য সরকারী-বেসরকারী প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
মো: ছালেক উদ্দিন
ব্যবস্থাপনা পরিচালক
ছালেক সোলার পাওয়ার লিঃ